ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা অপরিবর্তিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ২, ২০১৬
করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা অপরিবর্তিত

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে করদাতা ব্যক্তির মোট আয়ের উপর কর ধার্য করা হয়েছে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত।

প্রথম আড়াই লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কর দিতে হবে না।

তবে এরপরের ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কর নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ।

এর পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার ১৫ শতাংশ। পরবর্তী ৬ লাখ টাকায় এ হার ২০ শতাংশ।  
৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার ২৫ শতাংশ। আর তারও ওপরে মোট আয়ের উপর করের হার ৩০ শতাংশ থাকবে।
 
তবে নারী করদাতা ও ৬৫ বছর বয়সী করদাতার করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা রাখা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে এ করের আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা।

গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা। কোনো প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবকদের জন্য করমুক্ত সীমা ২৫ হাজার টাকা বেশি হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।