ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে করদাতা ব্যক্তির মোট আয়ের উপর কর ধার্য করা হয়েছে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত।
প্রথম আড়াই লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কর দিতে হবে না।
এর পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার ১৫ শতাংশ। পরবর্তী ৬ লাখ টাকায় এ হার ২০ শতাংশ।
৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করের হার ২৫ শতাংশ। আর তারও ওপরে মোট আয়ের উপর করের হার ৩০ শতাংশ থাকবে।
তবে নারী করদাতা ও ৬৫ বছর বয়সী করদাতার করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা রাখা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে এ করের আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা।
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা। কোনো প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবকদের জন্য করমুক্ত সীমা ২৫ হাজার টাকা বেশি হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমএন/এএ