ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

পর্যালোচনা করে প্রতিক্রিয়া দেবে এফবিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুন ২, ২০১৬
পর্যালোচনা করে প্রতিক্রিয়া দেবে এফবিসিসিআই

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এরপর সে বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে সংগঠনটি।

বৃহস্পতিবার (০২ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট উপস্থাপন শুরু করেন। এরপর থেকে ব্যবসায়ী সংগঠনটির বিশেষজ্ঞরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করছেন।

এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ জানান, সংসদে বাজেট ঘোষণা শেষ হলেই ব্যবসায়ীদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হবে।

এবারের বাজেটে ব্যবসায়ীদের পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছে তা প্রস্তাবিত বাজেটে উঠে আসবে বলে প্রত্যাশা করে তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো না থাকলে সে বিষয়ে সংশোধনের জন্য আবারও সুপারিশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ০২, ২০১৬
টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।