ঢাকা: বোরো ধান ও সবজিসহ দেশে প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদিত হয়েছে। এর পাশাপাশি আমদানি করা খাদ্যপণ্যের দামও কমেছে।
বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ পণ্যমূল্য কমার সম্ভাবনা আছে। ইতোমধ্যে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে।
জ্বালানি তেলের মূল্য নিম্নমুখী সমন্বয়ের কাজটি অব্যাহত রয়েছে। কৃষিতে ধারাবাহিক প্রবৃদ্ধির সম্ভাবনা ও অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতির ধারাবাহিক উন্নয়ন খাদ্য মূল্যস্ফীতি সহনীয় রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমআইএস/আইএ