ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

২ কোটি মানুষের কর্মসংস্থান করা হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুন ৩, ২০১৬
২ কোটি মানুষের কর্মসংস্থান করা হয়েছে

ঢাকা: পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন দুই কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
 
শুক্রবার (০৩ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটত্তোর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল বলেন, বিবিএস প্রতি চারমাস পর প্রতিবেদন তৈরি করে। যে প্রতিবেদন নিয়ে বেকারত্বের প্রশ্ন তোলা হয়।

মন্ত্রী একই সময়ের আগের বছরের প্রতিবেদনের সঙ্গে তুলনা করার আহ্বান জানান।
 
এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান মঞ্চে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।