ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

নলডাঙ্গার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭
নলডাঙ্গার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাজেট ঘোষণা

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।  

বাজেটে রাজস্ব খাতে ২৬ লাখ ৯০ হাজার ৬৫৬ টাকা ও উন্নয়ন খাতে  দুই কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৪২৬ টাকার আয় দেখানো হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন- নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কৃঞ্চ মোহন সরকার, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসাদ্দেকুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেলিম প্রমুখ।

বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ সচিব আলী আহসান বাংলানিউজকে জানান, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।