বাজেটে রাজস্ব খাতে ২৬ লাখ ৯০ হাজার ৬৫৬ টাকা ও উন্নয়ন খাতে দুই কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৪২৬ টাকার আয় দেখানো হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন- নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কৃঞ্চ মোহন সরকার, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসাদ্দেকুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেলিম প্রমুখ।
বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ সচিব আলী আহসান বাংলানিউজকে জানান, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই