ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

এনবিআরকে যোগান দিতে হবে আড়াই লাখ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুন ১, ২০১৭
এনবিআরকে যোগান দিতে হবে আড়াই লাখ কোটি টাকা

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) যোগান দিতে হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

বৃহস্পতিবার (০১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করছেন।  
 
বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় দুই লাখ ৮৮ হাজার কোটি টাকা।

এর মধ্যে এনবিআরকে যোগান দিতে হবে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। যার মধ্য থেকে ভ্যাট থেকে সংগ্রহ করা হবে ৮৭ হাজার ৮৮৭ কোটি টাকা। আয়কর খাত থেকে আসবে ৮৬ হাজার ৮৬৭ কোটি টাকা এবং শুল্ক খাত থেকে আসবে ৭৩ হাজার ৪৩৬ কোটি টাকা।
 
এছাড়া ভ্যাট খাতে গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থবছরে ৩৫ শতাংশ বেশি টাকা আদায় করার চেষ্টা থাকবে সরকারের। গত অর্থবছরে ভ্যাট খাতে সংশোধিত লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিলো ৬৫ হাজার কোটি টাকা। এছাড়া গত অর্থবছরের মূল বাজেটের আকার ছিল তিন লাখ ৪০ হাজার কোটি টাকা। পরে সেটা সংশোধিত করে আকার নির্ধারণ করা হয় তিন লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা। অর্থাৎ প্রায় ২৩ হাজার কোটি টাকা কাঁটসাট করা হয়।  
 
এ বাজেট বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে চতুর্থ বাজেট এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এগারোতম বাজেট। এরআগে এরশাদের আমলেও মুহিত দু’টি বাজেট পেশ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।