ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

অবাস্তব বাজেট, বাস্তবায়ন অসম্ভব

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জুন ১, ২০১৭
অবাস্তব বাজেট, বাস্তবায়ন অসম্ভব

ঢাকা: ২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চাভিলাষী ও অবাস্তব’ মন্তব্য করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বলেছেন, এই অবাস্তব বাজেট কখনও বাস্তবায়ন সম্ভব নয়।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় বাংলানিউজের কাছে এ মন্তব্য করেন সাবেক ওই উপদেষ্টা।

মির্জা আজিজুল ইসলাম মনে করেন, ৪ লাখ ২৬৬ কোটি টাকার যে বাজেট ঘোষণা করা হয়েছে এটি নিতান্তই উচ্চাভিলাষী ও অবাস্তব বাজেট।

বাংলাদেশের ইতিহাসে এমন বাজেট কখনও ঘোষণা করা হয়নি। কেননা বাজেট বাস্তবায়নে আমাদের অর্থ সংগ্রহের মতো ভালো ব্যবস্থা নেই। কিংবা ব্যয়েরও সামর্থ নেই।

অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, গত অর্থ বছরে মূল বাজেটের আকার ছিল ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। অবশ্য পরে সেটা সংশোধনের মাধ্যমে বাজেটের আকার নির্ধারণ করা হয় ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা। যেখানে প্রায় ২৩ হাজার কোটি টাকার মতো কাটসাঁট করা হয়েছে। প্রতি অর্থ বছরেই বাজেটের শেষের দিকে এসে সংশোধন করা হয়। আর তখন দেখানো হয় বাজেটে সফলতা অর্জন হয়েছে।
 
মির্জা আজিজুল আরও বলেন, বাজেট সংশোধন না করে প্রথমেই এমন বাজেট ঘোষণা করতে হবে যে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে। এমন কি বাজেট নিয়ে জনমনে কোনো প্রশ্নও দেখা দেবে না। কিন্তু অতিবিলাসী বা উচ্চাকাঙ্ক্ষার বাজেট দিয়ে জনগণের সঙ্গে এটা এক প্রকার তামাশা করা হচ্ছে। কেননা এবার নতুন বাজেটে মোট রাজস্বপ্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮৮ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে আদায় করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা।

এনবিআর’র পক্ষে কখনও এত বড় রাজস্ব আদায় সম্ভব নয় জানিয়ে মির্জা আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, এনবিআর’র দক্ষ জনবলেরও অভাব আছে। এখানে গত অর্থ বছরে এনবিআর’কে যে টার্গেট দেওয়া হয়েছিলো সেটাও কিন্তু বাস্তবায়ন সম্ভব হয়নি। বরং প্রতিমাসে এনবিআর তাদের লক্ষ্যমাত্রা অর্জনে বরাবরই ব্যর্থ হয়েছে। কাজেই এতোবড় বাজেট বাস্তবায়নে যেখানে সম্পদ আহরণে রাজস্ব বোর্ডের ওপরই নির্ভর করতে হবে সরকারকে, সেখানে এনবিআর কতোটুকু সামর্থ্য রাখে এই অর্থ সংগ্রহে সেটাও ভাবার বিষয়। সুতরাং এনবিআর’র পক্ষে এই রাজস্ব আদায় করা সম্ভব হবে না।
 
ব্যয় করার সক্ষমতা আমাদের নেই জানিয়ে তিনি বলেন, আমরা যে এতো বড় বড় বাজেট দিচ্ছি সেখানে ব্যয়ের যে অংশ আছে আমরা কি সেটা বাস্তবায়ন করতে পারছি। আমরা পারছি না। বাজেটের বড় একটি অংশ ব্যয়ের খাত। অর্থাৎ আমাদের উন্নয়ন কাজে ব্যয় করতে হবে। সেখানেও আমরা ব্যর্থ। তাহলে এতো বড় বাজেট ঘোষণা করে কী লাভ?

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এসজে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।