বৃহস্পতিবার (১ জুন) বেলা ১টা ৩৫ মিনিট থেকে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী। ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ স্লোগানের এ বাজেট দেশের ইতিহাসে বড় বাজেট।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, মহাসড়কের অতিরিক্ত ওজন বহনকারী যানবাহন নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন স্থল ও নৌ-বন্দর এবং পাথর কোয়ারি এবং বড় বড় টোল প্লাজায় এলেক্স লোড কন্ট্রোল স্টেশন স্থাপনের মহাপরিকল্পনা রয়েছে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে চারলেনে উন্নীতকরণের কার্যক্রমও অচিরেই শুরু হবে।
সড়ক-মহাসড়ক উন্নয়ন ও মানসম্মত যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার ১৭৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের মান উন্নয়নের কাজ চলমান রয়েছে। এছাড়া, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় এক হাজার ৮৫৫ কিলোমিটার মহাসড়ক নির্মাণের মহাপরিকল্পনা রয়েছে। সারাদেশের ৩ হাজার ৮১৩ কিলোমিটার জাতীয় মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ এগিয়ে চলছে।
ফলে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে মোট বরাদ্দ দেয়া হয়েছে ১৬ হাজার ১৩ কোটি টাকা। গত বছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিলো ১২ হাজার ৭৭ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এমআইএস/এসএইচ