ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

মানব সম্পদ উন্নয়ন খাতে বরাদ্দ ৪৪ হাজার ২৯ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জুন ১, ২০১৭
মানব সম্পদ উন্নয়ন খাতে বরাদ্দ ৪৪ হাজার ২৯ কোটি টাকা

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে মানব সম্পদ উ‌ন্নয়ন খাতে ৪৪ হাজার ২৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটের ২৮ দশমিক ৭ শতাংশ।

‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের’ এ স্লোগানে বৃহম্পতিবার (০১ জুন) দুপুরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বরাদ্দের কথা ঘোষণা করেন।

মানব সম্পদ উন্নয়ন খাতে বরাদ্দ বাজেটের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে ৮ হাজার ৭৫২ কোটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৭ হাজার ৮৪২ কোটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ৬ হ‍াজার ১৬৫ কোটি এবং অন্য খাতে ২১ হাজার ২৭০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এর আগের (২০১৬-১৭) অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ হয়েছিলো ২৬ হাজার ১৭৩ কোটি টাকা। যা মোট বাজেটের ২৩ দশমিক ৬ শতাংশ ছিলো। ২০১৬-১৭ অর্থবছের মূল বাজেটে বরাদ্দ ছিলো ২৭ হাজার ২০৩ কোটি টাকা। যা মোট বাজেটের ২৪ দশমিক ৬ শতাংশ ছিলো। আর (২০১৫-১৬) অর্থবছরে মূল বাজেটে বরাদ্দ রাখা হয়েছিল ১৬ হাজার ৯৬৮ কোটি টাকা। (২০১৪-১৫) অর্থবছরে বাজেটের পরিমাণ ছিলো ১৬ হাজার ১৯১ কোটি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ০১ জুন, ২০১৭
এমএফআই/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।