ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

কয়েক হাজার ফ্ল্যাট নির্মাণে বরাদ্দ ৩ হাজার ৭৩৩ কোটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জুন ১, ২০১৭
কয়েক হাজার ফ্ল্যাট নির্মাণে বরাদ্দ ৩ হাজার ৭৩৩ কোটি কয়েক হাজার ফ্ল্যাট নির্মাণে বরাদ্দ ৩ হাজার ৭৩৩ কোটি

ঢাকা: এবারের অর্থবছরের বাজেটে কয়েক হাজার ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আবাসনখাতের জন্য ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ৩ হাজার ৭শ’ ৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট উপস্থাপনকালে এ তথ্য দেন।

মুহিত জানান, গত ২০১৬-১৭ অর্থবছরে সংশোধিত বাজেটসহ আবাসনখাতে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছিল ৫ হাজার ১শ’ ৭৪ কোটি।

এবারের বাজেটে এ খাতে ৩ হাজার ৭শ’ ৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় পিপিপি (পাবলি প্রাইভেট পার্টনারশিপ) পদ্ধতিতে ৬২ হাজার ফ্ল্যাট এবং ঝিলমিল প্রকল্পের আওতায় পিপিপি/জি-টু-জি পদ্ধতিতে ১০ হাজার ৯৪৪টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঢাকার কড়াইল-লালাসরাই ও মহাখালীতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ৪ হাজার ৬শ’ ৬২টি ফ্ল্যাট এবং মিরপুরে স্বল্প আয়ের মানুষের জন্য পিপিপি পদ্ধতিতে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মিরপুর ৯ নং সেকশনে স্যাটেলাইট টাউন নির্মাণ, চট্টগ্রামের জিইসি মোড়ে বহুতল বাণিজ্যিক-কাম-আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ০১, ২০১৭
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।