ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

বাজেট

ভর্তুকি-প্রণোদনায় বরাদ্দ সাড়ে ১৯ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুন ১, ২০১৭
ভর্তুকি-প্রণোদনায় বরাদ্দ সাড়ে ১৯ হাজার কোটি টাকা

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৯ হাজার ৪৫৪ কোটি টাকা।

বৃহম্পতিবার (০১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বরাদ্দের কথা ঘোষণা করেন।
 
এর মধ্যে জনপ্রশাশসন খাতে ৫ হাজার ৯০৮ কোটি, প্রতিরক্ষা খাতে ৩৯০ কোটি, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৭২৯ কোটি, সামাজিক নিরাপত্তা খাতে ৩ হাজার ৪২৭ কোটি টাকা এবং কৃষি খাতে ভর্তুকি ও প্রণোদনা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার কোটি টাকা।

এর আগের বছর অর্থাৎ ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিলো ১৭ হাজার ৭২৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা ছিলো ১৫ হাজার ৩৩০ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেট ছিলো ১১ হাজার ৯০৭ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।