ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

বগুড়া পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুন ১০, ২০১৭
বগুড়া পৌরসভার বাজেট ঘোষণা বগুড়া পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা- ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়া পৌরসভার ৪৩ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৯১৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ জুন) বেলা ১২টার দিকে পৌরসভার সভাকক্ষে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান।

বাজেটে আয়ের খাতগুলোর মধ্যে রয়েছে- রাজস্ব খাত (সাধারণ), রাজস্ব খাত (পানি), উন্নয়ন সহায়তা মঞ্জুরী, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ), জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অন্যতম।

বাজেট সভায় মেয়র বগুড়া পৌরসভাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।

ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল ও নিলুফা কুদ্দুস, কাউন্সিলর ইব্রাহিম হোসেন, আরিফুর রহমান আরিফ, মোর্শেদ মিটন, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।