ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

ঈদের ছুটি শেষে বুধবার বসছে বাজেট অধিবেশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
ঈদের ছুটি শেষে বুধবার বসছে বাজেট অধিবেশন

ঢাকা:  ঈদুল ফিতরের ছুটি শেষে বুধবার (২৮ জুন) বিকেলে বসছে বাজেট অধিবেশন। এ দিন বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু  হবে।  

প্রস্তাবিত ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচন অংশ নেবেন সংসদ নেতা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারণা করা  হচ্ছে, বহুল সমালোচিত ব্যাংক আমানতের ওপর প্রস্তাবিত আবগারি শুল্কসহ বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দেবেন প্রধানমন্ত্রী।

 

মন্ত্রিসভার একাধিক সদস্যের বাজেট আলোচনায় এমন ইঙ্গিত পাওয়া গেছে।  

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ বেশ কিছু মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রী প্রস্তাব করার পর যে বাজেট পাস হবে তা হবে সরকারের শ্রেষ্ঠ বাজেট।

বুধবার  প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের আলোচনার মধ্য দিয়ে শেষ হবে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। এরপর বৃহস্পতিবার (২৯ জুন) পাস হবে ৪ লাখ ২৬৬ হাজার কোটি টাকার মেগা বাজেট। এটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ১১তম বাজেট।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
এসএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।