ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাজেটের আকার বাড়লে জনসেবা বাড়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
বাজেটের আকার বাড়লে জনসেবা বাড়ে আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: প্রতি বছর বাজেটের আকার বাড়ছে, বাজেটের আকার বাড়লে জনসেবা বাড়ে; পাশাপাশি জনগণকে অধিক সেবা দেওয়া যায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (১২ মার্চ) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিশিষ্টজন, অর্থনীতিবিদ ও পেশাজীবিদের নিয়ে প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আমরা বড় বাজেট বাস্তবায়নের দক্ষতা দেখাচ্ছি, সেই অর্জন আমাদের আছে।

আমাদের বরাদ্দ যেখানে বেশি সেখানে জনগণ সেবাও ভালো পাচ্ছেন।

সরকারের টাকার অভাব নেই উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামীতেও বাজেটে পরিবহন ও বিদ্যুৎখাতে বরাদ্দ বাড়বে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।