ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বাজেট

ব্যাংক ‘ডিফল্ট’ একটা রীতি হয়ে গেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
ব্যাংক ‘ডিফল্ট’ একটা রীতি হয়ে গেছে প্রাক-বাজেট আলোচনা সভায় বক্তারা

ঢাকা: ব্যাংক ডিফল্ট একটা রীতি হয়ে গেছে। এর সঙ্গে জড়িতদের সামাজিকভাবে হেয় করা হয় না বলেই এমনটা ঘটছে, মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।

সোমবার (১২ মার্চ) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিশিষ্টজন, অর্থনীতিবিদ ও পেশাজীবীদের নিয়ে প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রেহমান সোবহান বলেন, ব্যাংকের কাঠামোগত সংস্কার দরকার।

তা না হলে এগুলো ঘটতেই থাকবে।

প্রকল্প বাস্তবায়ন বিষয়ে তিনি বলেন, বার বার প্রকল্প সংশোধন কমাতে হবে। এর ফলে সরকার যে বিনিয়োগ করে তার সুফল পায় না।

তিনি আরো বলেন, নির্বাচনী বছরে অনেক ঋণ খেলাপি রিশিডিউল করবে নির্বাচন করার জন্য। ঋণ খেলাপিদের বিষয়ে সরকারকে আরো কঠোর হতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।