ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বাজেট

বাজেটে পুঁজিবাজারের জন্য দুই সুখবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৫, জুন ৭, ২০১৮
বাজেটে পুঁজিবাজারের জন্য দুই সুখবর বাজেট

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক খাতের প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স এবং সঞ্চয়পত্রে সুদের হার কমানোর খবর রয়েছে।

নির্বাচনী বছরের এ বাজেটে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে বিশেষ এই উদ্যোগ নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে জাতীয় সংসদের বাজেট বক্তৃতায়  পুঁজিবাজারের জন্য এ দুই সুখবর দেন তিনি।

 

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট কর ২ দশমিক ৫ শতাংশ কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ রাখার প্রস্তাব করছি। গত অর্থবছরে এই তিন খাতের করপোরেট কর ছিল ৪০ শতাংশ।
 
এছাড়া পুঁজিবাজারে নন-লিস্টেড কোম্পানির ক্ষেত্রেও ২ দশমিক ৫ শতাংশ কমিয়ে ৪২ দশমিক ৫ শতাংশ থেকে ৪০ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।  
 
এ সময় বাজেটে সঞ্চয়পত্রে সুদের হার কমানোর কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তৈরি পোশাক খাতের কোম্পানিকে পুঁজিবাজারে আনতে বিশেষ প্রণোদনার কথা জানিয়ে তিনি বলেন, তৈরি পোশাক খাতের গুরুত্ব বিবেচনা করে এ খাতে বিশেষ কর সুবিধা দেওয়া হয়েছে। তৈরি পোশাক উৎপাদন ও রফতানিতে নিয়োজিত করদাতার করহার ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি। তবে পুঁজিবাজারে লিস্টেড হলে করহার ১২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করছি।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এমএফআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।