ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

বাজেট

ভূমিকম্প রোধে ঢাকার দেড় হাজার বর্গ কিলোমিটারের ম্যাপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুন ৭, ২০১৮
ভূমিকম্প রোধে ঢাকার দেড় হাজার বর্গ কিলোমিটারের ম্যাপ ফাইল ফটো

ঢাকা: ভূমিকম্প প্রতিরোধে দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা মহানগরীর এক হাজার ৫২৮ বর্গ কিলোমিটার এলাকার জন্য মাইক্রোজোনেশন ম্যাপ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (০৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান।  
 
তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবনগুলো চিহ্নিত করার কার্যক্রম হাতে নিয়েছি।

একই সঙ্গে ভূমিকম্প সহিষ্ণু ভবন নির্মাণের ব্যাপারে প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, স্থপতি এমনকি নির্মাণ শ্রমিকদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।  
 
মন্ত্রী আরো বলেন, ভূমিকম্প প্রতিরোধে দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা মহানগরীর এক হাজার ৫২৮ বর্গ কিলোমিটার এলাকার জন্য মাইক্রোজোনেশন ম্যাপ তৈরি, ব্যাংকের মাধ্যমে পোশাক কারখানাগুলোর নির্মাণ ও রেট্রোফিটিংয়ের জন্য গণপূর্ত অধিদপ্তরের কারিগরি সহায়তাসহ ছয় শতাংশ সুদে ঋণ প্রদান, ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট এর জন্য ভূমিকম্প নিরোধী এবং শক্তিসাশ্রয়ী গ্রিন বিল্ডিং নির্মাণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।