ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

বাজেটকে স্বাগত জানিয়েছে বিআইএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুন ৯, ২০১৮
বাজেটকে স্বাগত জানিয়েছে বিআইএ

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছেরর প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। 

শনিবার (০৯ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দেশের বিমা খাতের স্বার্থে প্রস্তাবিত বাজেটে বিমা এজেন্টদের কমিশনের ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহারের পাশাপাশি বিমা কোম্পানির করপোরেট ট্যাক্স ২ দশমিক ৫ শতাংশ কমানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন জানিয়েছেন বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

এতে বলা হয় অর্থমন্ত্রীর এ ঘোষণার মধ্য দিয়ে বিমা খাতের দীর্ঘদিনের অন্যতম দাবি বাস্তবায়িত হলো।

প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর এ বলিষ্ঠ সিদ্ধান্তের বাজেটকে বিআইএ স্বাগত জানিয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে এ সিদ্ধান্ত উজ্জীবিত করেছে। আশা করা যায় দেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।