ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

খুলনায় প্রাক-বাজেট আলোচনা বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
খুলনায় প্রাক-বাজেট আলোচনা বৃহস্পতিবার বক্তব্য রাখছেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়

খুলনা: খুলনা বিভাগের বিভিন্ন অংশীজনের সঙ্গে ২০১৯-২০২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১১টায় হোটেল সিটি ইনে জাতীয় রাজস্ব বোর্ড এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ আয়োজনে এ আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক।

প্রাক-বাজেট আলোচনা উপলক্ষে বুধবার (১০ এপ্রিল) দুপুরে খুলনার কর কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার ও প্রাক-বাজেট আলোচনা সভার সমন্বয়ক প্রশান্ত কুমার রায়।

এ সময় তিনি বলেন, নতুন অর্থবছরের বাজেট প্রণয়নে নীতিগত বিষয়সমূহের ওপর সাংবাদিকরা প্রাক-বাজেট আলোচনা সভায় তাদের মতামত তুলে ধরতে পারবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার মোহাম্মদ মোস্তাক আলী, মোংলা কাস্টমস হাউসের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার খালেদ শারিফ আরেফিন প্রমুখ।

এ সময় খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিবসহ  প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।