ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

মধুপুর পৌরসভার বাজেট ঘোষণা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
মধুপুর পৌরসভার বাজেট ঘোষণা

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর পৌরসভা ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত ৯৫  কোটি টাকার বাজেটোত্তর সংবাদ সম্মেলন ও সুধী সমাবেশ করেছে।

বুধবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর ভবনের হলরুমে বাজেটোত্তর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মাসুদ পারভেজ।

অনুষ্ঠানে ২০১৯-২০ অর্থ বছরে পৌরসভার প্রস্তাবিত ৯৫ কোটি ৪ লাখ ৯৩ হাজার ১৩৪ টাকার বাজেট উন্মুক্ত করেন মেয়র মাসুদ পারভেজ।

এতে রাজস্ব আয় ছয় কোটি ১০ লাখ ৭৮ হাজার ৮৬২ এবং রাজস্ব ব্যয় পাঁচ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৬৮২ টাকা রাখা হয়েছে। এতে উন্নয়ন আয়ে উল্লেখ করা হয়েছে ৮৮ কোটি ৯৪ লাখ ১৪ হাজার ২৭২ এবং ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ৩০৫ টাকা।  

মেয়র মাসুদ উল্লেখ করেন, এবারের বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।  

অনুষ্ঠানে পৌর সচিব মনিরুজ্জামান, রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. মীর ফরহাদুল আলম মনি, সাংবাদিক এস.এম শহীদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এলাকার নাগরিক, সুধী সমাজের প্রতিনিধি, সাংবাদিক, কাউন্সিলর,পৌর কর্মকর্তা কর্মচারী, পৌরসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।