ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

খেলাপি ঋণ কমেছে ২.৩৭ শতাংশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুন ১১, ২০২০
খেলাপি ঋণ কমেছে ২.৩৭ শতাংশ

ঢাকা: দুই শতাংশ ডাউনপেমেন্ট করার মাধ্যমে শ্রেণিবিন্যাস করা ঋণ এক বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ১০ বছর মেয়াদে পুন:তফসিলীকরণের সুবিধা দেওয়া খেলাপি ঋণ কমেছে ২ দশমিক ৩৭ শতাংশ।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, ২০১৯ সালের জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল মোট ঋণের ১১ দশমিক ৬৯ শতাংশ। ২০১৯ সালের ডিসেম্বরে এসে হ্রাস পেয়ে তা ৯ দশমিক ৩২ শতাংশে দাঁড়ায়। এরপর দুই শতাংশ ডাউন পেমেন্ট করার মাধ্যমে শ্রেণিবিন্যাস করা ঋণ এক বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ১০ বছর মেয়াদে পুন:তফসিলীকরণের সুবিধা দেওয়ায় খেলাপি ঋণ কমেছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ১১, ২০২০
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।