ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

বাড়ির নকশা ও সমবায় সমিতির অনুমোদনে বাধ্যতামূলক টিআইএন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ৩, ২০২১
বাড়ির নকশা ও সমবায় সমিতির অনুমোদনে বাধ্যতামূলক টিআইএন

ঢাকা: কর জাল সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুন) আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ বিধান আরোপ করার কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, কর জাল সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদনে ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে এবং দুই লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয়ে ও পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা আরোপ করার প্রস্তাব করছি।

এ প্রস্তাব বাস্তবায়ন হলে বাড়ির মালিক ও সমবায় সমিতিগুলো কর জালের আওতায় আসবে।

আরও পড়ুন:
** রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা অব্যাহত
** তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগে করছাড়ের প্রস্তাব
** বাজেটে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা
** সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত
** তৃতীয় লিঙ্গের করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ
** রূপপুর প্রকল্পে সাড়ে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ
** বাজেটে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার এডিপি
** যেসব পণ্যের দাম বাড়বে
** যেসব পণ্যের দাম কমছে
** দাম বাড়ছে সিগারেটের
** প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ
** ৫০০০০ টাকার বেশি বিল ব্যাংকিং চ্যানেলে না নিলে অতিরিক্ত উৎসে কর
** স্মার্ট ওয়াচ, কম্পিউটার ও যন্ত্রাংশ উৎপাদনে ভ্যাট অব্যাহতি
** ২ লাখ টাকার কম সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না
** দেশে মোবাইল ফোন উৎপাদন-সংযোজনে আরও ২ বছর ভ্যাট অব্যাহতি
** করোনা টেস্ট কিট, টিকা আমদানি ও উৎপাদনে কর অব্যাহতি

**শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।