ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

সিমেন্টের কাঁচামাল আমদানিতে কর কমছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুন ৩, ২০২১
সিমেন্টের কাঁচামাল আমদানিতে কর কমছে

ঢাকা: ২০২১-২২ অর্থ বছরের বাজেটে সিমেন্ট তৈরির কাঁচামাল আমদানির করহার ১ শতাংশ কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বর্তমানে সিমেন্ট শিল্পে যে  ৫ ধরনের কাঁচামাল ব্যবহার হয় তার সবগুলোই ৩ শতাংশ কর দিয়ে আমদানি করতে হয়।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় এসব কথা বলেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, যে কোনো ভৌত অবকাঠোমো নির্মাণের অন্যতম উপকরণ সিমেন্ট, লোহা, লৌহজাত পণ্য। এসব পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানকে কর সুবিধা দেওয়া হলে ভৌত অবকাঠামো নির্মাণ সহজ ও সাশ্রয়ী হবে। এর পরিপ্রেক্ষিতে সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।  

একই সঙ্গে তিনি সিমেন্ট, লোহা, লোহাজাত পণ্য সরবরাহের বিপরীতে উৎসে কর কর্তনের হার ৩ শতাংশ কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেন।

আরও পড়ুন...
সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত
তৃতীয় লিঙ্গের করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ
রূপপুর প্রকল্পে সাড়ে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ
বাজেটে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার এডিপি
যেসব পণ্যের দাম বাড়বে
যেসব পণ্যের দাম কমছে
দাম বাড়ছে সিগারেটের
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ
৫০০০০ টাকার বেশি বিল ব্যাংকিং চ্যানেলে না নিলে অতিরিক্ত উৎসে কর
স্মার্ট ওয়াচ, কম্পিউটার ও যন্ত্রাংশ উৎপাদনে ভ্যাট অব্যাহতি
২ লাখ টাকার কম সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না
দেশে মোবাইল ফোন উৎপাদন-সংযোজনে আরও ২ বছর ভ্যাট অব্যাহতি
করোনা টেস্ট কিট, টিকা আমদানি ও উৎপাদনে কর অব্যাহতি
বাজেটে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এসই/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।