ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা ৪ দশমিক ৭২৪ লাখ মেট্রিক টন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুন ৩, ২০২১
খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা ৪ দশমিক ৭২৪ লাখ মেট্রিক টন

ঢাকা: ২০২১-২০২২ অর্থ বছরে খাদ্যশস্য (চাল ও গম) মজুদের লক্ষ্যামাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখা ৭২ হাজার ৪শ মেট্রিক টন।

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বাজেট প্রস্তাব প্রস্তাবনায় এ লক্ষ্যামাত্রার কথা উল্লেখ করেন।

খাদ্য হিসাবের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে- প্রারম্ভিক খাদ্যের (চাল ও গম) মজুদ রয়েছে ৪ লাখ ৬১ হাজার ১শ মেট্রিক টন। সংগ্রহ করা হবে ২ লাখ ৯৪ হাজার ৯শ মেট্রিক টন। আবার বিতরণ করা হবে ২ লাখ ৮৩ হাজার ৬শ মেট্রিক টন। বাৎসরিক মজুদ থাকবে ৪ লাখ ৭২ হাজার ৪শ মেট্রিক টন। এর মধ্যে চাল ৩ লাখ ৬৮ হাজার ৬শ মেট্রিক টন ও গম ১ লাখ ৩ হাজার ৭শ মেট্রিক টন।

২০২০-২০২১ অর্থবছরে ২ লাখ ৪৫ হাজার ২শ মেট্রিক টন বিতরণ শেষে মজুদ ছিল ৪ লাখ ৬১ হাজার ১শ মেট্রিট টন খাদ্য।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ০৩, ২০২১
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।