ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

কালো টাকা সাদা করার বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ৩, ২০২১
কালো টাকা সাদা করার বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী

ঢাকা: কালো টাকা সাদা করার সুযোগ শেষ হচ্ছে চলতি বছরের ৩০ জুন। ২০২১-২২ অর্থবছরে আর কোনো কালো টাকা সাদা করার সুযোগ থাকছে কি-না সে বিষয়ে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কিছু বলেননি।

তবে অর্থ বিল ও আয়ন আইনে এ বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

এতে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা (অপ্রদর্শিত অর্থ) সাদা (বৈধ) করার করার বিষয়ে কিছু উল্লেখ নেই। ফলে চলতি বছরের ৩০ জুনের পর আর কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না।

যদিও সম্প্রতি অর্থমন্ত্রী বলেছেন যতোদিন কালো টাকা থাকবে ততদিন সাদা করার সুযোগ পাবেন।

আরও পড়ুন:
স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলে ১০০ কোটি টাকা বরাদ্দ
বাজেটে ভর্তুকি-প্রণোদনা ৩৫ হাজার ১৩৬ কোটি টাকা
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা
সিমেন্টের কাঁচামাল আমদানিতে কর কমছে
সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত
তৃতীয় লিঙ্গের করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ
রূপপুর প্রকল্পে সাড়ে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ
বাজেটে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার এডিপি
যেসব পণ্যের দাম বাড়বে
যেসব পণ্যের দাম কমছে
দাম বাড়ছে সিগারেটের
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ
৫০০০০ টাকার বেশি বিল ব্যাংকিং চ্যানেলে না নিলে অতিরিক্ত উৎসে কর
স্মার্ট ওয়াচ, কম্পিউটার ও যন্ত্রাংশ উৎপাদনে ভ্যাট অব্যাহতি
২ লাখ টাকার কম সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না
দেশে মোবাইল ফোন উৎপাদন-সংযোজনে আরও ২ বছর ভ্যাট অব্যাহতি
করোনা টেস্ট কিট, টিকা আমদানি ও উৎপাদনে কর অব্যাহতি
বাজেটে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা

রড-সিমেন্টসহ কমবে নির্মাণসামগ্রীর দাম
বাজেটে ৬ মেট্রোরেলে শক্তিশালী নেটওয়ার্ক গড়ার প্রত্যাশা
‘মেড ইন বাংলাদেশ’ পণ্যে কর অব্যাহতি

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুন ৩, ২০২১
এসই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।