ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাজেট

করের হার কমানোয় রাজস্ব আদায় বাড়বে: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ৪, ২০২১
করের হার কমানোয় রাজস্ব আদায় বাড়বে: অর্থমন্ত্রী

ঢাকা: প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে করের হার কমানোর ফলে রাজস্ব আদায় বাড়বে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (০৪ জুন) বাজেট-উত্তর অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাজেটে কর ছাড়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যদি আমরা রেভিনিউয়ের হার আস্তে আস্তে কমাই, তাহলে আমাদের কালেকশন বাড়বে। আমরা যে কর কমালাম, আমরা বিশ্বাস করি ‘উই উইল বি উইনার’। করের হার কমানো হয়েছে, আশা করি আমাদের রেভিনিউ কালেকশন আরও বাড়বে।

তিনি বলেন, আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যদি আমরা আইনটিকে সহজ করতে পারি, ট্যাক্স পেয়ারদের যদি এই কাজে সম্পৃক্ত করতে পারি, তাহলে রেভিনিউ জেনারেশন অনেক বৃদ্ধি পাবে। রেভিনিউ জেনারেশন বাড়াতে পৃথিবীর অনেক দেশ চেষ্টা করেছিল। এমনকি আমেরিকায়ও কোনো এক সময় ৭৫ শতাংশ ট্যাক্সের পরিমাণ ছিল, সেটা এখন নেই। বেশি করে ট্যাক্স আদায় করা যায় কিনা সেটি সবাই চেষ্টা করেছিল।

মাথাপিছু আয় নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১০ মাসের অর্জনের ভিত্তিতে একটি প্রাথমিক ধারণা দিয়েছে যে, আমাদের মাথাপিছু আয় ২২২৭ ডলার। আমাদের কিন্তু এখনও দুই মাস বাকি আছে। দুই মাস পড়ে এটা বলা যাবে মোট কত এলো।

মুস্তফা কামাল বলেন, আমাদের মাথাপিছু জিডিপি আরও বেশি। আইএমএফের মতে, ২২৩৮ ডলার মাথাপিছু জিডিপি। জিডিপি ও জেএমআই এর মধ্যে পার্থক্য হলো—জেএমআইতে আমরা নেট ফ্যাক্টর ইনকাম যোগ করি। ফ্যাক্টর ইনকাম যোগ করলে জেএমআই আরও বেশি হবে। আমাদের কম দেখাচ্ছে কারণ আমাদের বছর শেষ হয়নি। বছর শেষ হলে প্রকৃত তথ্য জানতে পারবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

করোনাকে অগ্রাধিকার দিয়ে মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার (৩ জুন) ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আরও পড়ুন: আমরা ঋণ নেবো না, দেবো: অর্থমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ০৪, ২০২১
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।