ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্যারিয়ার

মিডিয়া অফিসার নিচ্ছে ওয়াসা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
মিডিয়া অফিসার নিচ্ছে ওয়াসা

ঢাকা: ঢাকা ওয়াসা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিতে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম :  চিফ মিডিয়া অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

স্বনামধন্য পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা অথবা জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।  

প্রার্থীর বয়স ৪৫ বছরের বেশি হতে হবে। জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ জ্যেষ্ঠ মিডিয়া ব্যক্তিত্বদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন : ১০০,০০০।

পদের নাম : মিডিয়া অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

স্বনামধন্য পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা অথবা জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।  

বয়স ৩২ বছরের ঊর্ধ্বে হতে হবে। জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ ইলেকট্রনিক মিডিয়ায় কাজের অভিজ্ঞতা থাকলে মিডিয়া অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন :  ৫০ হাজার টাকা।  

যেভাবে আবেদন : আগ্রহীদের ঢাকা ওয়াসার ওয়েবসাইটের (http://www.dwasa.org.bd) অনলাইনের মাধ্যেম আবেদন করতে হবে।  

আবেদনের শেষ তারিখ : ২৯ জানুয়ারি, ২০২৩।

আবেদন ফি : ৫০০ টাকা।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।