ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ক্যারিয়ার

তাঁত বোর্ডে তৃতীয় গ্রেডে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৯, জানুয়ারি ১৩, ২০২৩
তাঁত বোর্ডে তৃতীয় গ্রেডে চাকরি

বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত একটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে একজন নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী রোববারের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।

•    পদের নাম: অধ্যক্ষ (সিএইচপিইডি)

পদসংখ্যা: ১
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে দায়িত্বশীল পদে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা ১৫ বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড ৩)
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।

যেভাবে আবেদন
তাঁত বোর্ডের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
পরীক্ষা ফি বাবদ ১০০০ টাকা চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ডের অনুকূলে জমা দেওয়ার চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ড, বিটিএমসি ভবন (৫ম তলা), ৭-৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।