ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্যারিয়ার

৩০ হাজার টাকা বেতনে ইউএস-বাংলায় চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
৩০ হাজার টাকা বেতনে ইউএস-বাংলায় চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রিটেইল অ্যান্ড কন্টাক্ট সেন্টারে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং ও স্ট্যাটিস্টিক বিষয়ে স্নাতক পাস করতে হবে।

কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। পদ সংশ্লিষ্ট সর্বোচ্চ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

এছাড়া এয়ারলাইন্স টিকিটিং, কল সেন্টার, কাস্টমার কেয়ার, কাস্টমার সাপোর্ট/ ক্লায়েন্ট সার্ভিস, রিজার্ভেশনের কাজে দক্ষ হতে হবে। প্রার্থীর বয়স ২২-২৮ বছরের মধ্যে হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

মাসিক বেতন : ৩০,০০০ টাকা। সাপ্তাহিক দুইদিন ছুটি, ইনস্যুরেন্স, দুপুরের খাবার, বছরে দুইদিন ছুটি ও এয়ার টিকিটে ছাড়ের সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২০ এপ্রিল, ২০২৩

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।