ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

মোটা অংকের বেতনে আইএফআইসি ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা 

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
মোটা অংকের বেতনে আইএফআইসি ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা  প্রতীকী ছবি

জনবল নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক লিমিটেড। ইতোমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আর এ চাকরি পেতে লাগবে না কোনো অভিজ্ঞতা।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি। পদসংখ্যা: অনির্ধারিত। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।  

শিক্ষাজীবনে অন্তত ৩ টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।

কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

বেতন ও সুযোগ সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৬২,৪০০ টাকা। এর সঙ্গে অন্যান্য সুযোগ–সুবিধা আছে। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হওয়ার পর মাসিক বেতন হবে ৮৪,২৫৮ টাকা। এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে : আগ্রহীদের ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।  

আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।