ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ক্যারিয়ার

আকর্ষণীয় বেতনে শাহজালাল ব্যাংকে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১১, জুলাই ২৬, ২০২৩

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে প্রশাসক পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।

নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন প্যাকেজ দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পদের নাম: নেটওয়ার্ক প্রশাসক। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক।

কাজের ধরন: নেটওয়ার্কিং প্রোটোকলগুলো দক্ষভাবে পরিচালনা করা। রাউটার এবং সুইচ কনফিগার পরিচালনা। নেটওয়ার্ক ফল্ট শনাক্তকরণ ও সমাধানে উদ্যোগী হওয়া। ল্যান এবং ওয়ানের কার্যকারিতা পর্যবেক্ষণ করা। ইত্যাদি।

চাকরির ধরন: পূর্ণকালীন। বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। নিয়োগের স্থান: ঢাকা।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আইসিটি নিরাপত্তার প্রাথমিক ধারণা থাকতে হবে। অপারেটিং সিস্টেমে ভালো জ্ঞান থাকতে হবে। ওএস স্ক্রিপ্টিংয়ে দক্ষ হতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে। যোগ্য প্রার্থীদের তাদের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ দেওয়া হবে।

আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট, ২০২৩।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।