ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্যারিয়ার

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ৪৯ হাজার

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ৪৯ হাজার

স্পেনভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ম্যানেজার-পিপল অ্যান্ড কালচার পদে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
•    পদের নাম: ম্যানেজার-পিপল অ্যান্ড কালচার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমএসএস/এমবিএ (হিউম্যান রিসোর্স)/এইচআরএম বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। এইচআরে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় মিড-লেভেল ম্যানেজমেন্ট পদে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাজেটিং ও পেরোল ম্যানেজমেন্ট, ট্রেনিং প্ল্যান, ফ্যাসিলিটেশন স্কিল, গ্রিভেন্স হ্যান্ডলিংয়ে অভিজ্ঞ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন-ভাতা: মাসিক বেতন ১,৪৯,৭২১ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বিমা, ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২৪।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।