ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

জাহাজের নাবিক হতে চান, আবেদন করুন দ্রুত

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
জাহাজের নাবিক হতে চান, আবেদন করুন দ্রুত

দেশের ছয়টি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৪ (শীতকালীন) প্রি-সি নাবিক (রেটিং) কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে।

পাঁচ থেকে ছয় মাসের প্রশিক্ষণ শেষে সমুদ্রগামী জাহাজে চাকরির যোগ্য করে তোলা হয় এসব প্রতিষ্ঠানে।

যেসব প্রতিষ্ঠানে ভর্তি করা হবে

১. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম।
আসনসংখ্যা: ডেক-৫০, ইঞ্জিন - ৫০, স্টুয়ার্ড ২৫, কুক-২৫, ফিটার-কাম-ওয়েল্ডার-৩০, ইলেকট্রিশিয়ান ২০। মোট ২০০ জন।

২. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর।
আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন -২৫, স্টুয়ার্ড -১০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১৫, ইলেকট্রিশিয়ান-১০। মোট ১০০ জন।

৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম। আসনসংখ্যা: ডেক-৪০, ইঞ্জিন -২৪, স্টুয়ার্ড ০৬। মোট ৭০ জন।

৪. ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা। আসনসংখ্যা: ডেক-৪০, ইঞ্জিন -৩৫, স্টুয়ার্ড -১০, কুক-০৫, ফিটার-কাম-ওয়েল্ডার-১০। মোট ৭০ জন।

৫. ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম। আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন -১০, স্টুয়ার্ড -১০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১০। মোট ৭০ জন।

৬. ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ আসনসংখ্যা: ডেক-৩০, ইঞ্জিন-১৮, কুক-১২। মোট ৬০ জন।

আবেদনের বয়স

১ সেপ্টেম্বর তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৬ থেকে ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২০ থেকে ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে ২৫ থেকে ৪৫ বছর। প্রার্থীর এসএসসি/সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচনা করা হবে। বয়স–সম্পর্কিত অন্য কোনো সনদ কিংবা হলফনামা গ্রহণ করা হবে না।

শিক্ষাগত যোগ্যতা

ডেক ও ইঞ্জিন নাবিক (গ্রুপ-১): ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।

স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-২): ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।

ইলেকট্রিশিয়ান নাবিক (গ্রুপ-৩) সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ দুই বছরের ট্রেড কোর্স অথবা ওই শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর ইলিকট্রিক্যাল ওয়ার্কশপে ছয় মাসের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ফিটার-কাম-ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪): সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেরিন/মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/শিপ বিল্ডিংয়ে ডিপ্লোমা পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ দুই বছর মেয়াদি ট্রেড কোর্স পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমানসহ বিটাক বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিন শপে ৩ মাসের প্রশিক্ষণ।

উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি

ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিএমআই চার্ট অনুসারে ন্যূনতম ১৭ ও সর্বোচ্চ ২৭ । যেমন ৫ ফুট ২ ইঞ্চির ক্ষেত্রে ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তি: ডেক রেটিংদের জন্য দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংসের জন্য দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সব নাবিককে বর্ণান্ধতামুক্ত হতে হবে।

যেভাবে আবেদন: নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন করতে কোনো সমস্যা হলে এর মাধ্যমেও আবেদন করা যাবে। প্রয়োজনে যোগাযোগ: ০১৮১০০০১১৯০, ০১৮১৫৩৩০৫৯৭।

আবেদন ফি: ৩৬০ টাকা

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৪।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।