ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

পূবালী ব্যাংকে চাকরি, প্রবেশন শেষে বেতন ৬৫ হাজার

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
পূবালী ব্যাংকে চাকরি, প্রবেশন শেষে বেতন ৬৫ হাজার

বেসরকারি পূবালী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি দুই ক্যাটাগরির পদে পাঁচজনকে নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
পদসংখ্যা: ৩

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা অবশ্যই থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ৩০ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর

বেতন-ভাতা: প্রথম এক বছর প্রবেশনকালে অফিসার হিসেবে বেতন স্কেল হবে ২৯,৭৫০-৫৬,০০০ টাকা। প্রবেশনকাল শেষে চাকরি স্থায়ী হলে মাসিক মোট বেতন হবে ৬৫,৮৬৩ টাকা।


২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস (ইইই)/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা অবশ্যই থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ৩০ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর

বেতন-ভাতা: প্রথম এক বছর প্রবেশনকালে অফিসার হিসেবে বেতন স্কেল হবে ২৯,৭৫০-৫৬,০০০ টাকা। প্রবেশনকাল শেষে চাকরি স্থায়ী হলে মাসিক মোট বেতন হবে ৬৫,৮৬৩ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পূবালী ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।