ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্যারিয়ার

দুই সহস্রাধিক কর্মী নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

চাকরি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৫, মে ২৫, ২০২৫
দুই সহস্রাধিক কর্মী নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) দেশব্যাপী পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিলিং সহকারী (মহিলা) পদে ৬৯০ জন এবং মিটার রিডার-কাম-মেসেঞ্জার পদে ১ হাজার ৪৬০ জন কর্মী নিয়োগ দেবে। অনলাইনে আবেদন করতে হবে ২ জুন ২০২৫ বিকেল ৫টার মধ্যে।

কাজের ধরন
বিলিং সহকারী মূলত কম্পিউটার ব্যবহার করে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের রিডিং অনুযায়ী বিল তৈরি করবে, প্রিন্ট করবে এবং এলাকার ভিত্তিতে বিল বিতরণের জন্য প্রস্তুত রাখবে। মিটার রিডার-কাম-মেসেঞ্জার এই বিলগুলো গ্রাহকের কাছে পৌঁছে দেবে। এ ছাড়া দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ ও হিসাব-নিকাশের কাজও থাকবে।

মিটার রিডার-কাম-মেসেঞ্জার প্রতি মাসে নির্ধারিত তারিখে গ্রাহকের বাড়ি গিয়ে মিটার রিডিং নেবে, ব্যবহৃত ইউনিট হিসাব করে বিলিং সহকারীকে দেবে এবং বিল বিতরণ করবে। এছাড়া, অন্যান্য অফিসিয়াল কাজও করতে হবে।

নিয়োগ পরীক্ষার ধরন
উভয় পদে প্রাথমিক (এমসিকিউ), লিখিত (রচনামূলক) এবং মৌখিক পরীক্ষা হবে। বিলিং সহকারী পদের জন্য ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হবে। অনলাইনে আবেদন শেষে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র দেওয়া হবে, যেখানে পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র জানানো থাকবে। পরীক্ষার তথ্য প্রার্থীদের মোবাইলে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা, পরে মৌখিক ও (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবহারিক পরীক্ষা হবে। সব শেষে একটি নিয়োগ প্যানেল তৈরি করে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ
২০২৩ সালে বিলিং সহকারী পদের লিখিত পরীক্ষা এক ঘণ্টায় ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। বিষয়গুলো: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার ও বিদ্যুৎ সম্পর্কিত। প্রতিটি বিষয়ের গড় নম্বর ১৫–২০।

মিটার রিডার-কাম-মেসেঞ্জার পদের জন্য ২০২৩ ও ২০২৪ সালে ৫০–৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। বিষয়গুলো: বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। গড় নম্বর ১০–১৫।

প্রস্তুতির দিকনির্দেশনা
বিলিং সহকারী পদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার ও বিদ্যুত্‌বিষয়ক জ্ঞানে ভালো দখল থাকতে হবে। নবম–দ্বাদশ শ্রেণির পাঠ্যবই থেকে প্রস্তুতি নেওয়া যেতে পারে। বাংলা ও ইংরেজিতে অনুবাদ, দরখাস্ত, অনুচ্ছেদ, টীকা, ব্যাকরণ, ট্রান্সলেশন, প্যারাগ্রাফ এবং গুরুত্বপূর্ণ গ্রামার অধ্যায় পড়তে হবে। গণিতে অষ্টম শ্রেণির পাটিগণিত, নবম–দশম শ্রেণির বীজগণিত ও জ্যামিতি অনুশীলন করা উচিত। কম্পিউটার ও সমসাময়িক সাধারণ জ্ঞানের ভালো প্রস্তুতি দরকার।

মিটার রিডার-কাম-মেসেঞ্জার পদের জন্য বাংলা ব্যাকরণ, গদ্য-পদ্য, ইংরেজি গ্রামার, অষ্টম–দশম শ্রেণির গণিত ও সমসাময়িক সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিতে হবে। বিগত পরীক্ষার প্রশ্নপত্র দেখে অনুশীলন করা এবং বাজারের সহায়ক বই পড়া যেতে পারে।

যোগ্যতা ও বয়সসীমা
বিলিং সহকারী (মহিলা): এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩, গণিতে ভালো দক্ষতা, কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি ব্যবহারের অভিজ্ঞতা, বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে ১০ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বয়স ২ জুন ২০২৫ অনুযায়ী ১৮–৩২ বছর।

মিটার রিডার-কাম-মেসেঞ্জার: এসএসসি বা সমমান পাস, যোগ-বিয়োগ-গুণ-ভাগে দক্ষতা, সুন্দর হাতের লেখা, নিজস্ব সাইকেল ও বাইসাইকেল চালনায় পারদর্শিতা প্রয়োজন। বয়স ১৮–২৫ বছর (২ জুন ২০২৫ অনুযায়ী)।

বেতন-ভাতা
বিলিং সহকারী: প্রবেশনারি সময় বেতন ১৮,৩০০ টাকা; স্থায়ী নিয়োগের পর ১৯,২২০ টাকা এবং অন্যান্য ভাতা।

মিটার রিডার-কাম-মেসেঞ্জার: বেতন ১৪,৭০০ টাকা এবং অন্যান্য সুবিধা।

আবেদন:
http://brebhr.teletalk.com.bd

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।