ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

ক্যারিয়ার

আইসিসিবিতে ‘এক্সক্লুসিভ জব ফেয়ার’ ২২ আগস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, আগস্ট ১৮, ২০২৫
আইসিসিবিতে ‘এক্সক্লুসিভ জব ফেয়ার’ ২২ আগস্ট ‘এক্সক্লুসিভ জব ফেয়ার’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন

এটিবি জবসের উদ্যোগে জাপানি ও বহুজাতিক ৪০টি কোম্পানির অংশগ্রহণে আগামী শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘এক্সক্লুসিভ জব ফেয়ার’।

সোমবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, জাপানি ও বহুজাতিক কোম্পানিগুলোর উদ্যোগে আগামী ২২ আগস্ট শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে এটিবি জব ফেয়ার। এই কর্মমেলার মূল উদ্দেশ্য হলো, চাকরিপ্রার্থীদের সঙ্গে জাপানি ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সংযোগ তৈরি করে চাকরির সুযোগ করে দেওয়া। এ ছাড়া জাপান সরকারের স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কারের আওতায় কাজ করা কয়েকটি কোম্পানিও থাকবে।

বক্তারা বলেন, এই মেলা দেশের বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে, একই সঙ্গে সরাসরি জাপানে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে, যাতে রেমিট্যান্সের পরিমাণও বাড়বে। মেলায় অংশগ্রহণ করা জাপানি এবং বহুজাতিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার নেবেন এবং যোগ্যতা অনুযায়ী চাকরি নিশ্চিত করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর চেয়ারম্যান আবুল হোসেন, কাওয়াই গ্রুপের কমিউনিকেশন ডিরেক্টর ফরিদ উদ্দিন আহমেদ, কাওয়াই গ্রুপের কো-অর্ডিনেটর শফিউদ্দিন আহমেদ প্রমুখ।

ইভেন্ট পার্টনার হিসেবে থাকবে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।

ডিএইচবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।