সিকিউরিটি গার্ড পদে ১৫০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন গ্রুপ।
কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হলে আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীদের প্রতি সপ্তাহের সোম ও বুধবার সকাল ১০ টা থেকে ১১টার মধ্যে ''নিয়োগ শাখা, এইচআরএম, পিআর অ্যান্ড অ্যাডমিন বিভাগ, ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর'' ঠিকানায় সরাসরি সাক্ষাতকারের জন্য উপস্থিত হতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখুন-
![](http://www.banglanews24.com/media/imgAll/2016March/bg/x2016_07_28_14_7_b20160730171944.jpg)