প্রথম পর্যায়ে ৩ হাজার ৩০ জন এবং পর্যায়ক্রমে আরো ২ হাজার ২০ জন নেওয়া হবে। প্রকল্পের মেয়াদকালীন (৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত) সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হবে।
যোগ্যতা:
দুই ধরনের শিক্ষার জন্য শিক্ষক নেয়া হবে। দীনী শিক্ষার জন্য হাফেজসহ দাওরায়ে হাদীস/ ফাজিল বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাধারণ শিক্ষার জন্য ফাজিল বা স্নাতক পাস হলেই আবেদন করা যাবে। শিক্ষাক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণি বা সমমানের জিপিএ থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন:
নিয়োগপ্রাপ্তদের মাসিক নির্ধারিত সম্মানি ১১,৩০০/ টাকা এবং বছরে দুইটি ইনসেনটিভ দেয়া হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আবেদনপত্র পাঠাতে হবে 'প্রকল্প পরিচালক, 'মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৬ষ্ঠ পর্যায়)', ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭' ঠিকানায়। আবেদন করা যাবে ৬ জুলাই পর্যন্ত।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...