ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

ক্যারিয়ার

কৃষি ব্যাংকে আইন উপদেষ্টা নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
কৃষি ব্যাংকে আইন উপদেষ্টা নিয়োগ

বাংলাদেশ কৃষি ব্যাংকে চুক্তিভিত্তিক আইন উপদেষ্টা (সার্বক্ষণিক) নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

আইন উপদেষ্টা পদে আবেদনের জন্য আইন বিষয়ে স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোন পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না।

জেলা জজ বা সমমানের অবসরপ্রাপ্ত বিচারক অথবা সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ অথবা আপিল বিভাগসহ অন্যান্য আদালতে মোকদ্দমা পরিচালনার কাজে আইনজীবী হিসাবে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৬২ বছর।

প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। নিয়োগকালীন প্রতি মাসে সর্বসাকুল্য বেতন ৭০,০০০/ টাকা। সম্মানী ভাতা ব্যতীত অতিরিক্ত কোন আর্থিক সুবিধা দেওয়া হবে না।

আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র 'উপ-মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০' ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানো যাবে ৬ নভেম্বর, ২০১৮ পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখুন:


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected]  ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।