ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

ক্যারিয়ার

কৃষি ব্যাংকে নিয়োগ পরীক্ষা ১৭ নভেম্বর

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
কৃষি ব্যাংকে নিয়োগ পরীক্ষা ১৭ নভেম্বর

বাংলাদেশ কৃষি ব্যাংকে ড্রাইভার পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

আগামী ১৭ নভেম্বর শনিবার সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ঢাকা আগারগাঁওস্থ শেরেবাংলা নগর সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজী, গণিত, সাধারণ জ্ঞান এবং ট্রাফিক ও মোটরযান সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকবে।

প্রার্থীরা bdjobs.com/krishibank ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া লিখিত পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও অন্য যে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস সাথে নেওয়া যাবে না বলে কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এম. এ. রউফ ভূঁইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।