ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বিআরটিএ'র নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
বিআরটিএ'র নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) স্থগিতকৃত নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে।

১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি লোকবল নিয়োগের ২৭ ও ২৮ অক্টোবরের স্থগিতকৃত লিখিত পরীক্ষা আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
কেন্দ্রের নাম: মোহাম্মদপুর সরকারি কলেজ, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা।


তারিখ ও সময়: ১ ফেব্রুয়ারি ২০১৯, বিকেল ৩টা।

কেন্দ্রের নাম: হিসাব সহকারী, বেঞ্চ সহকারী রেকর্ড কিপার
পদের নাম: আলহাজ্ব মকবুল হোসেন ডিগ্রী কলেজ, কাটাসুর কাদেরাবাদ হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা।
তারিখ ও সময়: ১ ফেব্রুয়ারি ২০১৯, বিকেল ৩টা।

কেন্দ্রের নাম: উচ্চমান সহকারী/ কম্পিউটার অপারেটর হিসাব রক্ষক, উচ্চমান সহকারী, সহকারী মোটরযান পরিদর্শক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক।
পদের নাম: মোহাম্মদপুর সরকারি কলেজ, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা।
তারিখ ও সময়: ২ ফেব্রুয়ারি ২০১৯, বিকেল ৩টা।

লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা বিআরটিএ'র ওয়েবসাইটে পাওয়া যাবে। ইতোমধ্যে ইস্যুকৃত প্রবেশপত্র বর্তমান লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

কোন প্রার্থী প্রবেশপত্র না পেলে দুই কপি সত্যায়িত ছবিসহ আগামী ৩১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে বিআরটিএর কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তি:


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।