ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্যারিয়ার

৩১৭ পদে নিয়োগ দেবে ফরিদপুর ডায়াবেটিক সমিতি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
৩১৭ পদে নিয়োগ দেবে ফরিদপুর ডায়াবেটিক সমিতি

ফরিদপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনষ্টিটিউট-এ বিভিন্ন পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করেছে।

যে সব পদে নিয়োগ দেওয়া হবে সেগুলো হলো:

১) নিউট্রিশন অফিসার -১জন
২) ফার্মাসিষ্ট ক্যাটাগরি -এ - ১জন
৩) ফার্মাসিষ্ট ক্যাটাগরি -বি - ১জন
৪) পি.এ - ১জন
৫) ওয়ার্ড মাষ্টার -৬জন
৬) ডায়ালাইসিস টেকনিশিয়ান -১জন
৭) অফিস সহকারী -১জন
৮) কম্পিউটার অপারেটর (৭জন = পুরুষ-৩ জন, মহিলা -৪জন)
৯) কিচেন ম্যানেজার -১জন
১০) কাউন্টার সহকারী -১১জন
১১) টেকনিশিয়ান (এসি ও রেফ্রিজারেশন) -১জন
১২) সিকিউরিটি ইনচার্জ -১জন
১৩) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (রক্ষণাবেক্ষণ) -১জন
১৪) ড্রাইভার -১জন
১৫)  প্ল্যাম্বার কাম পাম্প অপারেটর -১জন
১৬) ইলেকট্রিশিয়ান -২জন
১৭) ল্যাব বয় -৭জন
১৮) ওয়ার্ড বয় (পুরুষ) -৭৯জন
১৯) আয়া (মহিলা) - ৫০জন
২০) অফিস পিয়ন ও অ্যাটেন্টেন্ট -২০জন
২১) পেন্ট্রিম্যান (কিচেনম্যান) -১জন
২২) সিকিউরিটি গার্ড -১৫ জন
২৩) লিফটম্যান -১৫ জন
২৪) বাবুর্চি -৩জন
২৫) ক্লিনার -৭৫জন
২৬) সুইপার -৯জন

বেতন: ফরিদপুর ডায়াবেটিক সমিতির প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী।

আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর, ২০১৯ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।

বিজ্ঞপ্তি:
ফরিদপুর ডায়াবেটিক সমিতি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।