ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

পিএসসিতে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
পিএসসিতে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের ৭ ধরনের পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিস্টেম অ্যানালিস্ট পদে ১ জন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেইনটেন্যান্স ইঞ্জনিয়ার (রক্ষণাবেক্ষণ প্রকৌশলী) পদে ২, প্রোগ্রামার (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়) পদে ২, মেইনটেন্যান্স ইঞ্জনিয়ার (রক্ষণাবেক্ষণ প্রকৌশলী) পদে ১, প্রোগ্রামার পদে ২, প্রোগ্রামার (প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) পদে ১ ও কম্পিউটার প্রোগ্রামার ১ জন।

সিস্টেম অ্যানালিস্ট পদটি পঞ্চম গ্রেডের। বাকি পদগুলো ষষ্ঠ গ্রেডের। আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd বা পিএসসির ওয়েবসাইটের www.bpsc.gov.bd মাধ্যমে কমিশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে।  

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।