ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

‘পপি’তে ৯২,১৩০ টাকা বেতনে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, মে ২০, ২০২২
‘পপি’তে ৯২,১৩০ টাকা বেতনে চাকরি

বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে চলমান প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/সরাসরি/ই-মেইলে কভার লেটারসহ সিভি পাঠাতে হবে।
•    ১. পদের নাম: ডেপুটি ডিরেক্টর
বিভাগ: এইচআর অ্যান্ড অ্যাডমিন
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে এইচআরএমে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পিজিডিএইচআরএম ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ঢাকার বাইরে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: হেড অফিস, ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৯২,১৩০ টাকা। এ ছাড়া ছয় মাস শিক্ষানবিশকাল শেষে সিটি ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে তিনটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
•    ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
বিভাগ: কমিউনিকেশনস অ্যান্ড ডকুমেন্টেশন
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: সমাজবিজ্ঞান/সাংবাদিকতা/গণযোগাযোগ/ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই-তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় রিপোর্ট রাইটিংসহ কথা বলায় সাবলীল হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডেস্কটপ পাবলিকেশন প্যাকেজ, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম, ফটোগ্রাফি ও ভিডিও এডিটিংয়ের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
•    চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: হেড অফিস, ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৭৩,৬২৫ টাকা। এ ছাড়া ছয় মাস শিক্ষানবিশকাল শেষে সিটি ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে তিনটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
•    আবেদন যেভাবে
আগ্রহী যোগ্য প্রার্থীদের কভার লেটারসহ সংস্থার দপ্তরে ই-মেইলে/ডাকযোগে/সরাসরি সিভি পাঠাতে হবে। খামের ওপর/ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। পদ ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে।
•    সিভি পাঠানোর ঠিকানা
এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭। ই-মেইল: [email protected]
•    আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২২।


বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, মে ২০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।