ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ডিরেক্টর (প্রোগ্রাম) পদে কর্মকর্তা নিয়োগ দেবে।
পদের নাম: ডিরেক্টর (প্রোগ্রাম)
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা ও অভিজ্ঞতা: পাবলিক হেলথ বা রিপ্রডাকটিভ হেলথে পোস্ট গ্র্যাজুয়েশনসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এসআরএইচআরে প্ল্যানিং ডিজাইনিং, ইমপ্লিমেন্টিং, ম্যানেজিং ও কো–অর্ডিনেটিং প্রজেক্ট/প্রোগ্রামে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ পদে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫৫ বছর
বেতন: মাসিক বেতন ১,৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাসসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে পারবেন। এছাড়া সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতার সনদসহ সিভি [email protected] ঠিকানায় ই–মেইল করা ছাড়া ডাকযোগেও পাঠানো যাবে।
ডাকযোগে সিভি পাঠানোর ঠিকানা: এক্সিকিউটিভ ডিরেক্টর, এফপিএবি, ২ নয়াপল্টন, ঢাকা–১০০০।
আবেদনের শেষ সময়: ১৬ আগস্ট ২০২২।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
কেএআর