ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাছাই পরীক্ষার তারিখ প্রকাশ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাছাই পরীক্ষার তারিখ প্রকাশ

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৬ নভেম্বর দশম গ্রেডের এই পদের বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। রাজধানীর ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসির ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পরীক্ষার্থীদের করোনা–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে। বেলা ১১টার পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
‘সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি এই লিংকে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।