ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

আকাশে রহস্যময় আলো কিসের?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
আকাশে রহস্যময় আলো কিসের? সেই আলোর ছবি

ঢাকা: বাংলাদেশের খুলনা অঞ্চল ও পশ্চিমবঙ্গের আকাশে হঠাৎ জ্বলে ওঠা রহস্যময় আলো আসলে কিসের, এ নিয়ে নানা কৌতুহল জন সাধারণের মনে। কেউ বলছেন ধূমকেতু, কেউ বলছেন উল্কাপাত, উল্কাপিণ্ড।

সামাজিক যোগযোগ মাধ্যমেও এ নিয়েই চলছে আলোচনা।

বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র বলছে, তাদের কাছে উল্কাপিণ্ড বলে মনে হচ্ছে না। এছাড়া উল্কাপাত রাত ১২টার দিকে হয়। আর এটি হয়েছে সন্ধ্যার দিকে।

অনুসন্ধিৎসু চক্রের সাবেক সভাপতি সৌখিন জ্যোতির্বিদ মো. আমানুর ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় যেটি দেখা গেছে আমাদের কাছে এটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোনো অংশ পৃথিবীর দিকে ছুটে এসেছে বলে মনে হয়েছে। অথবা এটি কোনো ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হতে পারে।

সৌখিন জ্যোতির্বিদ অ্যাস্ট্রোফটোগ্রাফার মো. সৈয়দ আহমেদ প্রভাত বলেন, অ্যাস্ট্রোনমি ক্যালেন্ডার অনুযায়ী উল্কাপাতের পূর্বাভাস নেই। তবে উল্কাপিণ্ড যে কোনো সময় পৃথিবীর দিকে ছুটে আসতে পারে। আর সেটা হলে এতে সময় ধরে আলো দেখা যাওয়ার কথা নয়। সাধারণত দুই-তিন মিনিটের মধ্যেই শেষ হয়ে যেতো।

এছাড়া ধূমকেতু হলেও আগে থেকেই পূর্বাভাস থাকতো। কাজেই আমরা মনে করছি এটা রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোনো অংশ হতে পারে। অন্যথায় কোনো ক্ষেপণাস্ত্র হতে পারে।

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) বন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদুর রহমান বলেছেন, আলোটা যেমন দেখা গেছে তাতে মনে হয়নি এটা উল্কাপাত। এটা অন্যকিছু হতে পারে।

এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকাও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে লিখেছে- এটি ভারতের ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্র। যার উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
ইইউডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।