ঢাকা: রাতের তাপমাত্রা স্থানভেদে প্রায় চার ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়েছে। ফলে শীতের তীব্রতাও কিছুটা কমেছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, রোববার (১৮ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
শনিবার (১৭ ডিসেম্বে) সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছি, যেখানে একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অন্যান্য স্থানেও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। তবে কুয়াশা কমেনি।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার। আগামী তিন দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
ইইউডি/এএটি