দিনাজপুর: তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে উত্তরের জেলা দিনাজপুরে। এতে বাড়ছে শীতের তীব্রতা।
রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনাজপুরে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও শুক্রবার (২৩ ডিসেম্বর) ১২ দশমিক ৫ ডিগ্রি ও শনিবার (২৪ ডিসেম্বর) ১০ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, রোববার দিনাজপুরে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে এটি এই মৌসুমের এখনও পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আজকে বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
দিনাজপুরে চলতি মাসের শেষ দিকে হালকা বৃষ্টি ও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান এই সহকারী কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসআরএস