ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ

নওগাঁ: নওগাঁ জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ। গত দুদিন থেকে জেলাজুরে বইছে ঠাণ্ডা বাতাস।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুর্যের দেখা মিললেও ঠাণ্ডা বাতাস থাকবে সকাল থেকে রাত পযন্ত।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা  হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস। যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েকদিন থেকেই জেলাজুরে হিমেল হাওয়া বইছে, ফলে জেলায় ঠাণ্ডার প্রকোপ বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। ফলে দিনের তুলনায় রাতে শীত অনুভব বেশি হচ্ছে।

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ঠাণ্ডায় হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়ে যায়। এ সময় তাদের বাড়তি যত্ন নিতে হবে। ঠাণ্ডার ফলে ডায়রিয়া নিউমোনিয়া এসব রোগের আক্রান্ত হয় বেশি। তাই সাবধানে থাকতে হবে।  

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।